দুর্গাপূজা পূজার উপকরণের তালিকা ও ব্যবহারের নিয়ম
দুর্গাপূজার সময়ে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়, আর এই উপকরণগুলো প্রতিটা ধাপে গুরুত্ব রাখে। দুর্গাপূজার জন্য যেসব প্রধান উপকরণের দরকার, সেগুলোর একটা তালিকা এখানে দেওয়া হল:
দুর্গাপূজা পূজার জিনিসপত্র : শরৎকালের দুর্গাপূজার প্রধান জিনিসগুলোর দরকার হয়, তা নিচে বলা হলো। এই কথাগুলো প্রাচীন দিনের হিসাব ও ধর্মীয় বই দেখে বলা হলো :
পাঁচ রকমের শস্য - পাঁচ শস্য মানে হলো ধান, তিল, মুগ, মাসকলাই এবং যব এইগুলো। তার পরে লাগে পাঁচ রত্ন - সোনা, হীরা, নীলমণি, পদ্মরাগ আর মুক্তা। অন্যমতে সোনা, রুপা, প্রবাল, মুক্তা ও মণিও লাগে।
নয় রকমের রত্ন হলো - মুফল, মাণিকা, বৈদুর্য্যমণি, গোমেদমণি, হীরা, বিক্রমমণি, পদ্মরাগমণি, মরকত ও নীলমণি।
পাঁচ পল্লব - পুরনো দিনের পূজার নিয়ম অনুযায়ী, পাকুড়, বট, অশ্বথ ও যরেডুমুর দরকার। অন্য পূজায় কাঁঠাল, আর, অশ্বগ, বট ও বকুল লাগে। পাঁচ কষায় হলো - জাম, শিমূল, বেড়েলা, স্কুল ও ককুল, এদের ছাল একভাবে নিয়ে ছেঁচে মিশিয়ে রাখলে সেই জলকে পঞ্চকষায় বলে।
![]() |
দুর্গাপূজা পূজার উপকরণের তালিকা |
দুর্গাপূজায় কি কি উপকরণ লাগে?
পঞ্চগুড়ি-হরিয়াচূর্ণদ্বারা পীত, তুহুল (দ্বারা রক্ত, শস্যহীন ধান্য শ্বেত, কুসুম অর্থাৎ কুসুমফুল চূর্ণ দ্বারা যুক্ত, শস তুষ) দগ্ধ করিয়া তন্দারা কৃষ্ণ এবং বিশ্বপত্র চূর্ণ করিয়া সবুজ গুঁড়ি প্রস্তুত করিতে হয়
পঞ্চগব্য-গোমূত্র, গোময়, গব্য-যুদ্ধ ও গব্যমৃত। মন্ত্র পড়িয়া কুশের জল দেওয়া হয়।
পঞ্চামৃত-দধি, দুগ্ধ, ঘৃত, মধু ও চিনি। ।।
সঙ্গেবিধি-মুরামাসেী, জটামাংসী, বচ, কুড়, শৈলজা, হরিয়া, দারুহরিদ্রা, শঠী, চম্পক ও মুথা।
মহৌষধি- পীতবেড়েলা, কন্টিকারী, শ্বেতবেড়েলা, পেটারি (রাঢ়ীর ভাষা) ডানকুনী, বাসক, সুনটে, হড়হড়ে। দ্বিতীয় প্রকার-চাকুলে, শ্যামলত। (মোড়েলতা), ভূসরাজ, শতমূলী, গুলঞ্চ, পীতবেড়ালা ব্রতপ্রতিষ্ঠার দ্রব্য গুরুবরণ, ব্রহ্মা, সনস্য, হোতৃ ও আচার্য্যকরণ বস্তু ও জোড়া, বরণাঙ্গুরীয়ক ৫. বরণের আসন ৫ (অশত্রুপক্ষে। ৩টা) যজ্ঞোপবীত ১০, তিল, হরীতকী, পুষ্প, দূর্বা, তুলসী, বিশ্বপত্র, ধূপ, দীপ, গুনা, দধি, মধু, ঘৃত, চিনি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চাশস্য, পঞ্চরত্ব, পঞ্চপল্লব, আয়শাখা,, সশীষ জাব' ৬. করণীয় ব্রতের বস্ত্র ধুতি ১. শাটী ১, সিন্দুর, ঘট ৫ (পিতলের ঘড়া বা ঘটি), ঘটাজ্যাসন গামছা ৫, শান্তিকুজ, শান্তিকুম্ভের শার্টন ১. আসানাঙ্গুরীয়ক ৫, মধুপর্কবাটী ও নারায়ণ পূজার ধুতি ১, ১, নবগ্রহ পুরার বৃতি ১. বড় নৈবদ্য ৫. কুচানৈবেদ্য ১. পুষ্পমালা, ওমাযটী, তাম্রটাট ১. স্বর্ণ-লক্ষ্মী প্রতিমা, রৌপ্য-বিষ্ণুমূর্তি, বালি, কাঠ, খোড়কে, গোময়, হোমের গণ্যমৃত ১. আজাস্থালী (অপ্রকৃত বা গানলা), চরুস্থালী (বগুনা), উদ্খল, মুষল, বুলা ১. যুচুনী ১. উড়ম্বর-সমিধ ১০৮, তিল, অদ্বগপত্র ২০, দুগ্ধ আধ সের, উত্তীর গামছা ১, চন্দ্রাতপ ঐ স্মৃতি ১. পূর্ণপাত্র ১. ভোজ্য ১৩, ডালা ও খানা, ডালার বস্তু বা গামছা ৩. লক্ষ্মীর ডালার শাটী ১. প্রতি ভোজ্যে গামছা পাখা কলস ইত্যাদি। দেওয়ার বিধি আছে। প্রত্যেক ব্রতীর দক্ষিণা, প্রতিষ্ঠার দক্ষিণা, করণীয় ব্রতের দক্ষিণা, দানের দক্ষিণা যজমানের। পরিধেয় নূতন বস্ত্র, ব্রাহ্মণভোজন। ষোড়শ বা স্বাদশ দান।।
দ্বাদশ দানের দ্রব্য-তুমি, আসন, জল, অন্ন, বস্তু, তাম্বুল, ফল, গন্ড, (চন্দন কাঠ), ছত্র, পাসুদ, শয্যা, (স্বাদশ দানে শয্যাস্থলে রেহ বেহ স্বর্ণদানের ব্যবস্থা করেন) গো বা তকুল্য।
ষোড়শদান-ভূমি, আসন, জল, যন্ত্রে, দীপ, অন্ন (সভোজ্য থালা), তাম্বুল, ৬৫, গন্ধ। মালা, ফল, শয্যা, পাদুকা, গো শুকনা তাহার মূল্য, কাঞ্চন ও রজত। মহামান-সুবর্ণ, ঘোড়া, তিল, গো, রথ, তুমি, গৃহ, কপিলা, যেনু, হস্তী।
দানসাগর-স্বর্ণনির্মিত দম্পতি প্রতিমা, গরদের ধুতি ও চাদর, গরদের শাটী, সসাজ খাট, স্বর্ণের অঙ্গুরী, অলঙ্কার যথাশক্তি, দানসামগ্রী ও ১৬টি ষোড়শ দান।
দুর্গোৎসবের দ্রব্য
কল্পারম্ভ-সিন্দুর, পঞ্চবর্ণের গুড়ি, পঞ্চপল্লব, পঞ্চরত্ব, পড়শসা, পঞ্চগব্য, ঘট ও কুণ্ডহাঁড়ি, দর্পণ ১, তেকাঠা ১, তীর ৪. একসরা. আতপ ভণ্ডুল, সশীব ডাব-১, ঘটাচ্ছাদন গামছা ১. বিষ্ণুর ধুতি ১, কল্পায়ন্তর শাটী ১. চণ্ডীর শাটী ১, তিল, হরীতকী, পুষ্পাদি, চন্দ্রমাল্য, দধি, মধু, ঘৃত, চিনি, বড় নৈবেদ্য ৩, কুচানৈবেদ্য ১, আসনাস্ট্রীয়ক ৩. মধুপর্কবাটী ৩, ভোগের দ্রব্যাদি, আরতির দ্রব্যাদি।
নবপত্রিকার দ্রব্য-কলাগাছ ১, কালকচুগাছ ১. হরিদ্রাগাছ ১. জয়ন্তীগাছ বা জয়ন্তীডাল ১. বেলডাল ১. ডালিমডাল ১, অলোকডাল ১, মানকচুগাছ ১, ধানগাছ ১, শ্বেত অপরাজিতা লতা, রক্তসূত্র, আলতা,বন্ধন করিবার পাটের দড়ি, কলারপেটো ২ খানা। যাঁহারা প্রতিপদ হইতে কল্পারম্ভ করিয়া প্রতিমার উপর বা ঘটে দূর্গার পূজা করেন তাঁহারা প্রতিপদ তিথি হইতে পঞ্চমী পর্য্যন্ত প্রত্যহ এই কয়টি দ্রব্য দিবেন। যাঁহারা প্রতিপদে মাত্র চণ্ডীপাঠের সঙ্কল্প করিয়া চণ্ডীর পুজা করেন, সপ্তমীর দিনে দুর্গাপূজার সঙ্কল্প করেন, তাঁহাদের এ সকল দ্রব্য বোধনের সময় দিবার বিধি আছে। প্রতিপদে ফুলের মাথা ঘষা তৈল, আতর, চিরুণী, গোলাপজল। দ্বিতীয়াতে মাথা বাঁধিবার পট্রডোর ১। তৃতীয়াতে দর্পণ, সিন্দুর, অলক্তক। চতুর্থীতে মধুপর্ক, কাংসবাটী, তিলক, অঞ্জন। পঞ্চমীতে অঙ্গরাগ, পট্টবস্তু, যথাশক্তি অলঙ্কার। বোধন দ্রব্য-বিস্বত্ত্ব বা ফলযুগ্ম সহিত বেলের ডাল ১. ঘট ১, এক সয়া আতপ ততুল, ঘটাচ্ছাদন গামছা ১. সশীষ ডাব ১. তীর ৪. পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, বোধনের শাটী ১, বিষবৃক্ষ পূজার ধুতি ১, আসন অঙ্গুরীয়ক ২. মধুপর্কের বাটা ২ (বিশ্ববৃক্ষের পূজা কেহ কেই দশোপচারে করেন)। দধি, ঘৃত, পুষ্পাদি, তিল, হরীতকী, মাষভক্তবলির জন্য মাষকলাই, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, ছুরি ১, চন্দ্রমাল্য ১. ভোগের দ্রব্যাদি, আরতি। আমন্ত্রণের দ্রব্য-আমন্ত্রণের শাটী ১, আসনাঙ্গুরীয়ক ১. (একদিনে বোধন ও আমন্ত্রণ হইলে একটি মাত্র ষোড়শোপচার পূজাই হইয়া থাকে)। মধুপর্কবাটী ১. দধি, মধু, চিনি, ঘৃত, পুষ্পাদি; নৈবেদ্য ১. কুচানৈবেদ্য ১, তিল, ড্ররীতকী ১। অধিবাস দ্রব্যাদি তৈলহরিদ্রা, মহী (গঙ্গামৃত্তিকা), গন্ধ, শিলা (নুড়ি), ধান্য, দুর্ধা, পুষ্প, ফল (অখণ্ড কদলী একছড়া), দধি, ঘৃত, স্বস্তিক (পিটুলি নির্মিত), সিন্দুর, শঙ্খ, কজ্জল, রোচনা (গোরচনা), সিদ্ধার্থ (শ্বেতসর্বপ), স্বর্ণ, রৌপ্য, তাম্র, দর্পণ, অলগুক (আলতা), হরিদ্রাসূত্র, লৌহ, চামর, দীপ, তীর, আরতি। সপ্তমীপূজার দ্রব্য-গুরু; পুরোহিত, পূজক ও আচার্য্যবরণবন্ত্র ৪ জোড়া, বরণাঙ্গুরীয়ক ও যজ্ঞোপবীত ৪, তিল, হরীতকী, পুষ্প প্রভৃতি, ঘট ১. সশীষ ডাব, দুই সরা আতপ ততুল বা ধান্য, বিশ্বপত্র, কুণ্ডুয়াড়ি ১. তেকাঠা ১, প্রধানদীপ ১. দর্পণ ১০ মহাস্থানের দ্রব্য তৈল, হরিদ্রা, দস্তকাষ্ঠ, অষ্টকলস৮. সহস্রধারা ১, পঞ্চগব্য, পঞ্চামৃত, পঞ্চশস্যচূর্ণ, জল,।। পঞ্চকষায়, শিশিরোদক, ইক্ষুরস, বেশ্যাদ্বারমৃত্তিকা, গরুদস্তমৃত্তিকা, বরাহদস্তমৃত্তিকা, গঙ্গামৃত্তিকা, চতুষ্পথমৃত্তিকা, রাজদ্বারমৃত্তিকা, বল্মীকমূষিকা, অফশঙ্গমৃত্তিকা, নদীর উভয়কূক্লমৃত্তিকা, পৰ্ব্বতমৃত্তিকা, তিলতৈল, বিষ্ণুহৈল, উষোদক, নারিকেলোদক, অক্টৌষধি, মহৌষধি, পঞ্চরত্নমিশ্রিত জল, সাগরোদক, স্মরণোদক, দুগ্ধ, মধু, কপূর, অগুরুচন্দন, কুরুম, বৃষ্টিজল, ফলোদক (ভাবের জল), সরস্বতীজল, নির্ঝরোদক, সপ্তসমূদ্রের জল।
অন্যান্য দ্রব্য-পঞ্চগুঁড়ি, পঞ্চরত্ব, গজাস্য, পঞ্চপল্লণ, সিন্দুর, ঘটাচ্ছাদন গামছা ২, আরতির গামছা ১. শ্বেতসর্ষপ, মাষকলাই, জবাগুষ্প, কুচানৈবেদ্য, আসনাঙ্গুরীয়ক ৪০ বা ২২, মধুপর্কবাটি ৪০ যা ২২, মধু, চিনি, নৈবেদ্য ৪০ বা ২২, প্রধান নৈবেদ্য ১. নবপত্রিকার পরিধের শাটী, নবপত্রিকা পুলার শাটী ৯ ক ১. মূলপুজার শাটী, লক্ষ্মী, সরস্বতী, চণ্ডী, কার্তিকেয়, গণেশ, শিব, বিষ্ণু, নবগ্রহ ১ বা ১, ময়ূর, মুষিক, সিংহ, অসুর, মহিষ, বৃব, সর্প, জয়া, বিজয়া, বিষ্ণু, শিব ও রাম প্রত্যেকের বস্ত্র, অর্ঘ্য, অর্ঘ্য, চন্দ্রমালা, থালা ১. ঘটি ১, নথ, লোহা, শঙ্খ ২. সিন্দুরচুরড়ি ১, পুষ্পমাল্য, বিশ্বপত্রমাল্য, রচনার দ্রব্যাদি, ফলমূলাদি, ডোগের দ্রব্যাদি, আরতি। ছাগাদি বলির দ্রব্য, অনেকে শেষ দিনে হোম করেন, তাঁহাদের জন্য হোমের দ্রব্য। হোমের দ্রব্য বালি, কাঠ, খোড়কে, গোময়, ফুশ, ঘৃত/১, বিশ্বপত্র ১০৮, পূর্ণপাত্র ১।
অষ্টমী পূজা-মহামান দ্রব্য, দন্তকাষ্ঠ ১, বস্ত্র পূর্ব্বদিনের ন্যায়, অথবা একমাত্র মূলপূজার শাটী ১, পুষ্প প্রভৃতি, আসনাঙ্গুরীয়ক ৪০ বা ২২. মধূপর্কবাটী ঐ, দধি, মধু, ঘৃত, চিনি; নৈবেদ্য ৪০ বা ২২, কুচানৈবেদ্য ৪. চন্দ্রমাল্য, পুষ্পমাল্য, বিশ্বপত্রাল্য, থালা ১. ঘড়া বা ঘটি ১, নথ ১. লোহা, শঙ্খ ২, রচনা, সিন্দুরচুবড়ি ১। (নন্দিকেশ্বর মতে নবঘট নবগতাকা) ভোগের দ্রব্যাদি, আরতি। সন্ধিপূজা-পুষ্প প্রভৃতি, স্বর্ণাঙ্গুরীয়ক ১. মধূপর্ক কাংস্যবাটী ১. দধি, চিনি, মধু, ঘৃত, চেলীর শাটী ১, প্রধান নৈবেদ্য ১.১, কুচানৈবেদ্য ১, থালা ১. ঘড়া ১. লোহা ও নপ ১. শাটী ১, বালিশ ১, মানুর ১. চন্দ্রমাল্য ১. থালা ১. দীপ ১০৮, ভোগের দ্রব্যাদি আরতি।
নবমী পূজা-মহাস্নান দ্রব্য- দস্তকাষ্ঠ, পুষ্প প্রভৃতি, বস্তু, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটী, (পূর্ব্বের ন্যায় অথবা মূলপূজা ও চণ্ডীর শাটীমাত্র), দধি, মধু, ঘৃত চিনি, নৈবেদ্য ৪০ বা ২২, কুচানৈবেদ্য ও, থালা ১, ঘটি ১, সিন্দুরচুবড়ি ১. লোহা, শব্দ, নথ, চন্দ্রমাল্য, পুষ্পমাল্য, রচনা, পান, পানের মশলা, হোমের বিশ্বপত্র, হোমের দ্রব্যাদি, পূর্ণপাত্র, দারতি, কুমারী পূজা, দক্ষিণা। দশমী পূজা সকলের বিশোপচারে পুজা, গন্ধ, পুষ্প, দুর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, ধূপ, বীপ, নৈবেদ্য, দধি, মুড়কী, মিষ্টান্ন, সিদ্ধি আরতি। কোজাগরবেশ ক্ষ্মীপূজা সিন্দুর, অধিবাসডালা, তিল হরীতকী, ঘট, একসূরা আতপচাল, ঘটাচ্ছাদন গামহা ১. ইদুহাড়ি ১, তেকাঠা ১. দর্পণ ১, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, সশীষ ভাব ১, তীরকাঠি ৪, পুষ্প, র্ব্বৈা প্রভৃতি, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কবাটী ৩. দবি, মধু, দব্যদৃত, চিনি, নৈবেদ্য ৩, কুচানৈবেদ্য ১, লক্ষ্মীর শাটী ১. নগরায়ণের ধুতি ১. পেচক পূজার ধুতি ১. লোহা, শঙ্খ, নথ, সিদুরচুবড়ি, বালি, কাঠ, ঘৌড়কে, ঘৃত এক পোয়া, হোমের বিশ্বপত্র ২৮, ভোগের দ্রব্যাদি, কপূর, চিপিটক নারিকেল, তাম্বুল, পানের মশলা, থালা ১. ঘটি ২, রচনা, ফুলমালা ১. চন্দ্রনালা ১. পূর্ণপাত্র ১, দক্ষিণা।
শ্যামাপুত্রা-সিন্দুর, গুরু, পূজক ও তন্ত্রধারকের বরণ ৩, বরণাঙ্গুরীয়ক ৩, বরণডালা, (যাঁহাদের অধিবাস করা কুলাচার আছে তাঁহাদের), যজ্ঞোপবীত ৬, তিল, হরীতকী, পঞ্চশুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট, এক সরা আতপচাউল, কুণ্ডুহাঁড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, সশীষ ডাব ১, তীর ৪, ঘটাচ্ছাদন। গামছা ১, শ্যামাপুজার শার্টী ১, মহাকালের ধুতি ১. বিষ্ণুপুজার ধুতি ১, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কবাটী ৩. দধি, মনু, চিনি, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্রমাল্য ৩, থালা, ১, ঘটহা ১.নথ ১, শঙ্খ ২, সিন্দুরচুবড়ি ১, বালি কাষ্ঠ, খোড়ত্বে ১, গব্যঘৃত আধ সের; হোমের বিশ্বপত্র ১০৮ বা ২৮, ভোগের দ্রব্যাদি, কপূর, পান, পানের মসলা, ছাগবলি, আরতি দক্ষিণা।
জগদ্ধাত্রী পূজা-সিন্দুর, গুরু, পূজক ও তন্ত্রধারক বরণ ৩, বরণাঙ্গুরীয়ক ৩, যজ্ঞোপবীত ৩, বরণডালা, তিল, হরীতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ব, পঞ্চশস্য, পঞ্চপল্লর, ঘট ১, সশীষ ডাব ১, একসরা আতপতন্ডুল, কুণ্ডহাঁড়ি ১, তেকাঠা ১, তীর ৪, ঘটাচ্ছাদন গামছা ১. জগদ্ধাত্রীর তিনপূজার শাটী ৩, বিষ্ণুর ধুতি ১, সিংহের খুতি ১, শিবের ধুতি ১, নারদেব ধুতি ১, আসনাস্ত্রীয়ক ৭. মধুপর্কযাটী ৭, নৈবেদ্য ১০, কুচানৈবেদ্য ১, চন্দ্রমাস্য ৩. পুষ্প প্রভৃতি, বিষ্ণুপত্রমাল্য ৩, থালা ৩' বা ১, ঘটি, লোহা, নথ, সিচুবড়ি, পট্টবস্ত্র ৩, দধি, মধু, চিনি, সন্ধ্যা ১ জোড়া, রচনা ৩, বালি, কাষ্ঠ, ঘোড়কে, গব্যঘৃত আধ সের, হোমের বিশ্বপত্র ১০৮ বা ২৮, ভোগের দ্রব্যাদি, পান, পানের মশলা, ছাগাদি বলিদান, পূর্ণণা চন্দ্রমাল্য ৪, তীর ধনুক ১. লৌহ, পড়া ২. কার্তিকেয় পূজার ধুতি ৪, ময়ূর পূজার ধুতি ১, বিষ্ণুগুজার ধুতি ১, খালা ৪, ঘটি ৪. পুষ্পমাল্য ৪. খেলনা ১, ভেটা বা ভাঁড় ১, মাদুর ১, বালিশ ১, বালি, কাষ্ঠ, গব্যঘৃত আধ সের, খোড়কে, হোমের বিধপত্র ১০৮ বা ২৮, ভোজ্য ৪. ভোগের দ্রব্যাদি, রচনা ৪, পূর্ণপাত্র ১, দক্ষিণা।
সরস্বতী পূজা সিন্দুর, পুরোহিত বরণ ১, তিল, হরীতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লর ১. ঘট. ১, কুণ্ডুহাড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, তীর ৪. ঘটাচ্ছোদন গামছা ১, বরণডালা, সশীষ ডাব ১, একসরা আতপচাউল, পুষ্পাদি, আসনাঙ্গুরীয়র ২, মধুপর্কের বাটী ২. লৈখিদা ২. কুচানৈবেদ্য ১, সরস্বতীর শাটী ১, লক্ষ্মীর শাটী ১. চন্দ্রমালা ১. বিশ্বপত্রমাল্য ১, খালা ১, ঘটি ১, শঙ্খ ১. লৌহ ১,নথ ১, রচনা ১. আমের মুকুল, যবের শীষ, কুল, আবির, অভ্র, মস্যাধার (দোয়াত) ও লেখনী, ভোগের দ্রব্যাদি, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত এক পোয়া, পান, পানের মশলা, হোমের বিল্বপত্র ২৮, কপূর, পূর্ণপাত্র ১. দক্ষিণা। 2
অন্নপূর্ণা পুজা-গুরু, পূজক ও তন্ত্রধারক বরণ ৩, বরণাঙ্গুরীয়ক ৩. ধরণের আসন ৩, যজ্ঞোপবীত ৩, তিল, হরীতকী, সিন্দুর,ঘট ১. কুণ্ডুহাড়ি ১, তেফাঠা, পঞ্চপল্লব, পঞ্চশস্য, পঞ্চগব্য, ফুল, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, যুপ, দীপ, ধুনা, তীর ৪, বরণডালা, অন্নপূর্ণার শাটী ১, শিবের বিষ্ণুর নন্দীর ও তৃম্বীর ধুতি ৪, চণ্ডীর শাটী ১. আসনাঙ্গুরীয়ফ ৬. মধুপর্কের বাড়া ৬. মধি, মধু, চিনি, নৈবেদ্য ৬, কুচানৈবেদ্য ১. ঘটি ১. সিন্দুরচুবড়ি ১, পুষ্পমাল্য ১, চন্দ্রমাল্য ১, রচনা ১. চেলির বস্ত্র ১, টুলির গামছা ১, কাংস্যখালা ১. পিতলের হাঁড়ি ১. বেড়ি ১. খুস্তি ১, বালি, কাঠ, খোড়কে, 'গোময়, হোমের গব্যঘৃত আধ সের, হোমের বিশ্বপত্র ১০৮ বা ২৮. আরতি, ভোগের দ্রব্যাদি, পূর্ণপাত্র, দক্ষিণা।
গন্ধেশ্বরী পূজা-প্রতিমা, পুরোহিত বরণ ১. সিন্দুর, পঞ্চগুঁড়ি; পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট ১৯ কুহুহাঁড়ি ১. তেকাঠা, দর্পণ, অধিবাস ডালা, তীর ৪, সশীষ ডাব ১, একসরা আতপতন্ডুল, তিল, হরীতকী, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বেলপাতা, দীপ, যুপ, ধুনা, ঘটাচ্ছোদন গামছা ১. আসনাঙ্গুরীয়ক ৮, মধূপর্কবাটী ৮, দধি, মধু, নৈবেদ্য ৮, কুচানৈবেদ্য ১. পুষ্পমাল্য, বিশ্বপত্রমাল্য, গন্ধেশ্বরীর শাটী ১, শিবের ধুতি ১, নারায়ণের ধূতি ১, অসুরের ধুতি ১. জয়ার শাটী ১. চণ্ডীর শাটী ১, বিজয়ার শাটী ১. লক্ষ্মীর শাটী ১. চাঁদমালা ১. উপকরণাদি, মিষ্টান্ন রচনা ১, খালা ১. ঘটি ১, লৌহশঙ্খ, নথ ১ হিঃ, সিন্দুরচুবড়ি ১. ভোগের দ্রব্যাদি, বালি, কাষ্ঠ, খোড়কে, মৃত এক পোয়া, হোমের বিশ্বপত্র ২৮. পান ও পানের মশলা, পূর্ণপাত্র ১, আরতি, দক্ষিণা।
বিশ্বকর্মা পুজা-সিন্দুর, পুরোহিত স্বরণ ১, তিল, হরীতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, ঘট ১. কুহু হাঁড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, তীর ৪, ঘটাচ্ছাদন গামছা ১, বরণডালা, সশীষ ডাব ১, একসরা আতপচাল, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, যুপ, দীপ, ধুনা, বিশ্বকর্মার ধৃতি ১, আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্কবাটী ১. ঘৃত, দধি, মধু, নৈবেদ্য ১. কুচানৈ কুচানৈবেদ্য ১, চন্দ্রমালা ১, পুষ্পমালা ১, থালা ১. ঘটি ১. পানের মশলা, বালি, কাঠ, খোড়কে, গব্যঘৃত এক পোয়া, পূর্ণপাত্র ১. আরতি ও দক্ষিণা।
রাসযাত্রার মব্য- পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, কৃত্রিম কল্পবৃক্ষ ১. রাসমঞ্চ, তিল, হরীতকী, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, ধূপ, ধূনা, বরাতালা, আসনাঙ্গুরীয়ক ২. মধুপর্কবাটী ২. ঘৃত, খানা, মাঝারি ৮, কচা দধি, মধু, নৈবেদ্য বড় ২ খানা, কৃষ্ণের ধুতি -১, ৮. কুচানৈবেদ্য ১. রাধিকার 'শাটী শাটী ১: অষ্ট গোপীনের দশোপচারে পুজা, পুষ্পমাল্য ২. থালা ১. ঘাট ১, ভোগের দ্রব্যাদি, পান, পানের মশলা, বালি, বালি, কাঠ, খোড়কে, হোমের ১. আরতি, গব্যঘৃত আধ সের, করবীপুষ্প ১০৮. পূর্ণপাত্র ১.০ দক্ষিণা।
দোলযাত্রার দ্রব্য-গঞ্চগুঁড়ি, তিল, হরীতকী, পুষ্প, দুর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, ধূপ, দীপ, ধূনা, কৃষ্ণম্পুজার ধুতি ১. রাধিকার শার্টটা ১, আসনাসুরীকে ২, মধুপর্কবাটা ২. নৈবেদ্য ২. কুচানৈবেদ্য ২. দধি, মধু, ঘৃত, চিনি, পুষ্পমালা ২. ভোগের দ্রব্যাদি, জলপানীয় প্রবা, খালা ১. ঘটি ১, পান, পানের মসলা, বালি, কাঠ, খোড়কে, হোনের গব্যকৃত আধ সের, করবীপুষ্প ১০৮, পূর্ণপাত্র ১, মেড্রাসুর ১. আবীর, বরণডালা, পরদিন অভিষেকদ্রব্য, পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চামৃত, গন্ধতৈল, তৈলহরিদ্র্য, কজ্জল, কপূর, সর্ব্বোষধি, সহস্রধারা, অষ্টঘট, বল্মীকমূতিকা, উফোদক। দেবদোল-পুষ্প, দুর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, ধূপ, দীপ, ধুনা, নৈবেদ্য ২. কুচানৈবেদ্য ১, পূজার ধুতি ১, শাটী ১. আসনাঙ্গরীয়ক ১. মধুপর্কবাটী ২. মধু, চিনি, দক্ষিণা।
ঘণ্টাকর্ণ পূজা-পুরাতন মুড়ি ভাজিবার হাঁড়ি ১০ সিন্দুর, খেটুফুল বা শ্বেতপুষ্প, দূর্বা।, নৈবেদ্য ১. ধূপ, গোময়, কড়ি, হরিদ্রা-রঞ্জিত বস্তু ১, ভাঙ্গিবার যষ্টি।
ইতুপুজা-সিন্দুর, মালসা বা সরা ১, ছোট ঘট ১. ধান গাছ ১, হলুদ গাছ ১. কচুগাছ ১, মানগাছ ১, মটর, সর্ষপ, সুষুণী ও কলম্বীলতা, পুষ্প, দূর্ব্বা, বিষপত্র, তিল, হরীতকী, ধূপ, নৈবেদ্য, সেয়াকুল ফল।
নূতনখাতা পূজা-নূতনখাতা, সিন্দুর, চন্দন, হরিদ্রাবাটা, মোহর করিবার টাকা, পঞ্চবর্ণের গুঁড়ি, পঞ্চশূল্য, পঞ্চরত্ব, পঞ্চপল্লব, ঘট ঘটাচ্ছাদনের গামছা, সশীষ ডাব, একসরা আতপত্রগুল, নৈবেদ্য ২. ধুতি ১. শার্টী ১. মধুপর্কের বাটী ২. আসনাঙ্গুরীয়ক ২, দধি, ঘৃত, মধু বা ইক্ষুশুড়, তিল, হরিতকী, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিষপত্র, ফলমূলাদি উপকরণ, হোনের ঘৃত এক পোয়া, বালি, কাষ্ঠ, সমিষ, পূর্ণপাত্র, দক্ষিণা।
শনি পূজা-তীরকাঠি ৪টা, কৃষ্ণঘট ১, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, তিল, হরীতকী, ধূপ, দীপ, কৃষ্ণবর্ণ পুষ্প, পূজার কৃষ্ণবর্ণ বস্ত্র, লৌহের মধুপর্ক বাটী, মধুপর্ক বাটী, লৌহের আসন, লৌহের অঙ্গুরীয়, নৈবেদ্য, মিষ্টান্ন, দধি, মধু, ঘৃত, ইক্ষুচিনি, সিন্নির দক্ষিণা।
মনসা পূজা-সিন্দুর, ঘট, মনসা গাছ বা তাহার ডাল, পূজার শার্টন ১. মধুপর্কের বাটী, মধু, ঘৃত, দধি, তিল, হরীতকী, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, ধূপ, দীপ, বড় নৈবেদ্য ১, অষ্টনাগের নৈবেদ্য ৮. কুচা নৈবেদ্য ১. উচ্ছে, দুদ্ধ, উপকরণ, ফলমূলাদি, দক্ষিণা।
শীতলা পূজা-শীতলা প্রতিমা অথবা ঘট ১, পঞ্চশস্য, পঞ্চরত্ব, পদ্মপল্লব, তীর ৪, সিন্দ, সশীয় ডাব ১, তন্ডুলপূর্ণ সরা, গামছা, তিল, হরীতকী, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, রূপ, দীপ, ধুলা, শীতলার শাটী ১, আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্ক ১. প্রতিমা হইলে গর্দভের ধূতি ১, আসনাঙ্গুরীয়ক ২. মধুপর্কবাটী ২. দধি, মধু, ঘৃত, নথ, লোহা, শাঁখা, সিপুরচুবড়ি, রচনা, পুষ্পমাল্য, পুষ্পমাল্য, চন্দ্রমাল্য, চন্দ্রমাল্য, হোম' করিলে, বালি, কাঠ, সমিধ, হোমের ঘৃত মিধ, হোমের ঘৃত এক পোয়া, বলি-দ্রব্য, আরতির দ্রব্য, পূর্ণপাত্র, দক্ষিণা।
যর্তী পুজা-সিন্দুর ঘট ১, বটের ডাল ১, তিল, হরীতকী, পুষ্প, দূর্গা, তুলসী, বিশ্বপত্র, দীপ, ধুনা, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটা, দধি, মধু, চিনি, পূজার ধূতি ১. শাটা ১, নৈবেদ্য ২. তৈল, হরিদ্রা, দুগ্ধ, চুকড়ী ২১, খৈ, মুড়কি, গান, সুপারী, সন্দেশ, দক্ষিণা।
সূতিকা-ষষ্ঠীপুজা-সিন্দুর, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, আত্রশাখা ১, ঘট ১, বটের ডাল, তিল, হরীতকী, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্র, ধূপ, দীপ, ধুনা, আসনাঙ্গুরীয়ক ২. মধুপর্কের বাটা ২. দধি, মধু, চিনি, নৈবেদ্য ২, কুচানৈবেদ্য ১. বর্তীর শাটী ১. মার্কণ্ডেয়ের ধুতি ধৃতি ১, মন্থনদণ্ড ১,০ ধনু ১. পিটুলি অঙ্কিত হাঁড়ি ১. পিটুলির পত্তলিকা ২. ১. তীর ৪. মাষবলাই বটের পাতা ২০, পাখা ১. হরির বাদশ নাম লিখিবার জন্য নূতন বস্তুখণ্ড ১. কাঁচাহলদ ১. মৃতপ্রদীপ ১. আতমরা ফল ২. লোহা ২. ঘুনসি ১, তালপত্র ১. গোমুণ্ডের পূজা, ব্রাহ্মহ্মণের পদধূলি, মিষ্টান্ন, পুরোহিতের
অক্ষয়তৃতীয়া ব্রত-সিন্দুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরীতকী, ফুল, দুর্ব্বা, তুলসী, বিল্বপত্র, যুপ, দীপ, আসনাঙ্গরীয়ক ২. মধুপর্কের বাটা ২. দধি, চিনি, ঘৃত, পুজার বস্ত্র ১. শার্টা ১. নৈবেদ্য ১. কুচানৈবেদা ১. সভোজ্য জলপূর্ণ ঘট ১. বস্ত্র ১. পাখা ১. দক্ষিণা।
জন্মাষ্টমী ব্রত-পঞ্চগুঁড়ি, পণ্যগব্য, তিল, হরীতকী, ফুল, তুলসী, দূর্ব্বা, বিশ্বপত্র, ধূপ, দীপ, ধূনা, আসনাঙ্গুরীয়ক ৪, মধুপর্কের বাটী ৪, নৈবেদ্য ৬. কুচানৈবেদ্য ১, গুড়, মৃত, বালি, কাষ্ঠ, খোড়কে, ঘৃত আধ সের, পূর্ণপাত্র ১, দধি, মধু, তৈল, হরিদ্রা।
জিতাষ্টমী ব্রত-ধূতি ১. মধুপর্ক ১, আসনাঙ্গুরীয়ক ১, নৈবেদ্য ১, ভোজ্য ১, কুশ, তিল, হরীতকী, পূষ্পাদি, পুষ্পমাল্য, উপাস্য দেবতা জীমুতবাহন।
শিবরাত্রি ব্রত-সিদ্ধি, তিল, হরীতকী, ফুল, দূর্ব্বা, ধুতুরাফল, বিশ্বপত্র, ধূপ, দীপ, ধূলা, দধি, দুগ্ধ, ঘৃত, চিনি, মধু, শিবের ধুতি. ১, দূর্গার শাটী ১, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২, নৈবেদ্য ৮. কুচানৈবেদ্য ১. যথাসাধ্য পুরোহিত দক্ষিণা। চারি প্রহরে চারিবার পূজা করিবে।
সুবচনী ব্রত-ঘট ১, সিন্দুর, তৈল, হরিদ্রা, তিল, হরীতকী, পুষ্প, দূর্ব্বা, মধু, চিনি, ঘৃত, পূজার শাটী, আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্ক বাটা ১, পান, সুপারী, অঙ্কিত হংস ও খোঁড়া হাঁস, দুগ্ধ একপোয়া, দক্ষিণা, স্ত্রীগণের তৈল, সিন্দুর ও জলপানীয় দ্রব্য।
সত্যনারায়ণ ব্রত-সিন্দুর, ঘট ১. পিডে ১, পাতন বস্তু ১. তীর ৪, পান ২৫, ২৫, সুপারি ২৫, কলা ৩২, তিল, হরীতকী, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিষপত্র, ধূপ, দীপ, ধূনা, নৈবেদ্য ১, কুচানৈবেদ্য ১: পূজার বস্তু ২. আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্কের বাটী ১, দধি, মধু, ঘৃত, চিনি; কাঁচাসিন্নি (ময়দা- বা শালিচূর্ণ, শুড় বা চিনি/১. দুগ্ধ প্রতিটি দেড় সের বা এক পোয়া এক শুড় বা চিান/১, দুদ্ধ ছটাক হিসাবে। পাকা। াকা সিন্নি-সন্দেশ বাতাসা প্রতিটি দেড় সের বা এক পোয়া এক ছটাক হিসাবে, ফুলের তোড়া ৫, পতাকা ৫. ছুরি ১, দক্ষিণা।
বিদ্যারন্তের ফর্ম-বিষ্ণু পূজার ধুতি ১, লক্ষ্মীসরস্বতী পূজার শাটি ২, বালকের পরিদেয় বস্ত্র ১, মধুপর্কের কাংস্য বাটি ৩, রূপার আসন ৩, রূপার অঙ্গুরীয় ৩, দধি, মধু, হরীতকী, ফলমূলাদি, সিন্দুর, গ্রুপ, দীপ, নৈবেদ্য ৩, কুচানৈবেদ্য ১, ফল, গ্রেট ১. রাম খড়ি ১. ড় ১. বর্ণমালা পুস্তক ১ খানি, তুলসী, বিশ্বপত্র, দূর্গা ও পুষ্পাদি, দক্ষিণা।
দীক্ষা বা মন্ত্র গ্রহণ-গুরুবরণ ১. বরণাঙ্গুরীয় ১.০ আসন ১, পঞ্চগুঁড়ি, পঞ্চশসা, পঞ্চগণ্য, তিল, হরীতকী, নৈবেদ্য ১. কুচানৈবেদ্য ১, আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্কের পার্টী ১. দূর্বা, তুলসী, বিশ্বপত্র, সিন্দুর, দধি, মধু, ঘৃত, চিনি, ধূপ, দীপ পূজার ধুতি বা শাটি ১. খালা ১. ঘড়া ১. বালি, কাঠ, খোড়কে, গব্যঘৃত আধ সের, বিশ্বপত্র বাং এ বা ততব্ন্দেবতার সমিধ ১০৮, নেত্রবন্ধের নন্থ বা গামছা ১. পূর্ণপাত্র, পূজার দক্ষিণা, গুরুপ্রণামী।
গঙ্গায় অস্থিনিক্ষেপ-মৃতব্যক্তির অস্থিখণ্ড, পদ্মগন্য, তিল, মধু ও ঘৃত, স্বর্ণ ১ খণ্ড, দক্ষিণা।
দুর্গাপূজায় ব্যবহৃত উপকরণ গুলোর সঠিক ব্যবহারবিধি:
দুর্গাপূজার বিভিন্ন উপকরণের আলাদা গুরুত্ব ও ব্যবহার আছে। সঠিকভাবে এই উপকরণগুলো ব্যবহার করলে পূজা সফল হয়। নিচে কিছু মূল উপকরণের ব্যবহারের বিস্তারিত দেওয়া হলো:
১. পুষ্প (ফুল)
ব্যবহার:
পূজায় দেবীর কাছে ফুল অর্পণ করা হয়। যেমন- বেল, জবা বা অপরাজিতা ফুল। দেবীর মাথা, পা ও হৃদয়ের জায়গায় তিনটি ফুল রাখা হয়।
২. বিল্বপত্র (বেলপাতা)
ব্যবহার:
মহাকালিকা এবং দুর্গার পূজায় বিশেষভাবে ব্যবহৃত হয়। তিনটি পত্রসহ একটি বেলপাতা দেবীর কাছে উত্সর্গ করতে হয় মন্ত্রের সাথে।
৩. চাল (অক্ষত)
ব্যবহার:
অক্ষত চাল দেবীর পূজায় খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্র পড়ার সময়, পুষ্পাঞ্জলির সাথে বা অর্চনার সময় ব্যবহার করা হয়।
৪. ঘৃত-প্রদীপ (ঘি-র প্রদীপ)
ব্যবহার:
ঘৃত প্রদীপ দেবীর সামনে জ্বালানো হয়; এটি পবিত্রতা ও আলোর প্রতীক। সন্ধিপূজা, অষ্টমী ও নবমীতে এটি গুরুত্বপূর্ণ।
৫. ধূপ ও ধুনো
ব্যবহার:
ধূপ বা ধুনো দেবীর জন্য জ্বালানো হয়। এটি স্থানকে পবিত্র ও সুগন্ধময় করে।
৬. নৈবেদ্য (ভোগ)
ব্যবহার:
দেবীকে ফল, মিষ্টি, খিচুড়ি, লুচি প্রভৃতি নিবেদন করা হয়। নিবেদের আগে কিছু মন্ত্র পড়তে হয়।
৭. নারকেল
ব্যবহার:
পূজার শুরুতে নারকেল ভাঙা হয় এবং কলশেতে রাখা হয়। এটি দেবীর পূর্ণতার প্রতীক।
৮. পবিত্র জল (গঙ্গাজল)
ব্যবহার:
গঙ্গাজল দিয়ে পূজার সব উপকরণ শুদ্ধ করা হয়। দেবীকে স্নান করানোর সময়ও এটা ব্যবহৃত হয়।
৯. দূর্বা ও অর্পণ সামগ্রী
ব্যবহার:
দূর্বা দেবীর জন্য শান্তি কামনার উদ্দেশ্যে নিবেদন করা হয়। এছাড়া নানা ফল, পাতা ও শস্যও অর্পণ করা হয়।
১০. মন্ত্র ও অঞ্জলি
ব্যবহার:
প্রতিটি উপকরণের সময় নির্দিষ্ট মন্ত্র পড়তে হয় এবং অঞ্জলি দেওয়ার সময় দেবীর নাম ও সংকল্প পড়তে হয়।