মালা জপ করার সঠিক পদ্ধতি, মন্ত্র ও নিয়মাবলী

সনাতন ধর্মে মালা জপের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য স্বীকৃত। সকল ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, ব্রত পালন বা উৎসব উপলক্ষে মন্ত্রজপকে অত্যন্ত ফলপ্রদ ও শুভকর বলে বিবেচনা করা হয়। প্রতিটি পূজা-পদ্ধতিতে নির্দিষ্ট ধরনের জপমালার ব্যবহার প্রথাগতভাবে নির্ধারিত রয়েছে। জপমালা কেবল গণনার সহায়ক নয়, এটি আধ্যাত্মিক শক্তির ধারক ও মন্ত্রশক্তির সঞ্চালক। শাস্ত্রমতে সঠিকভাবে মালা জপ করলে মন্ত্রের পূর্ণ সিদ্ধি লাভ সম্ভব। বিভিন্ন দেবতার জন্য নির্দিষ্ট মালার ব্যবহার শাস্ত্রসম্মত, যেমন - বিষ্ণুর জন্য তুলসী, শিবের জন্য রুদ্রাক্ষ, লক্ষ্মীর জন্য পদ্মবীজ মালা প্রভৃতি। মালা জপ করার সঠিক নিয়ম মালার ব্যবহার মন্ত্রজপে মনঃসংযোগ বৃদ্ধি করে, জপমালা ১০৮ বা ২৭টি দানা বিশিষ্ট হওয়া আবশ্যক (১০৮-এর সংক্ষিপ্ত রূপ ২৭), জপ সমাপ্তির পর মালা প্রণামপূর্বক পবিত্র স্থানে বা মন্দিরে রক্ষণ করা কর্তব্য নিশ্ছলভাবে মালা জপ শুরু করার আগে সঠিক নিয়ম জানা জরুরি। প্রথমে মুক্ত হাতে সামান্য জল নিয়ে "ওঁ বিষ্ণবে নমঃ" মন্ত্র পাঠ করে তা পান করুন। এভাবে মোট তিনবার জল গ্রহণ করতে হবে। তারপর করজোড়ে প্রার্থনা করে জপ শুরু করবেন। মালা জপের মন্ত্র সম...