একাদশীর উপবাসের সময় তালিকা -সঠিক তারিখ ও সময় জানুন
একাদশীর সময় তালিকা বা একাদশী তারিখ সূচি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার-আচরণের বড় মাধ্যম। একাদশী হল চন্দ্র মাসের ১১তম তিথি, যা বিশেষ করে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য পালন করা হয় ,প্রায় প্রতিবছর ২৪টি একাদশী হয় (কিছু বছর অধিক মাস থাকলে ২৬টিও হতে পারে)।
চান্দ্রপঞ্জিকার উপর মূলত নির্ভর করে একাদশীর সময় তালিকা। এতে প্রতিটি একাদশীর নির্দিষ্ট তারিখ, তিথির শুরু ও শেষ সময়, এবং উপবাসের নিয়ম-কানুন উল্লেখ থাকে। অনেক ভক্তরা এই তালিকা অনুসরণ করে একাদশী ব্রত রাখেন এবং নির্দিষ্ট দিনে উপোস, প্রার্থনা ও ভগবান বিষ্ণুর নামস্মরণ করেন।
সঠিক একাদশী পালন করতে হলে নির্ভুল সময়সূচি জানা অত্যন্ত জরুরি কারণ একাদশী তিথির শুরু ও সমাপ্তি কখন হচ্ছে তার উপর ব্রতের ফলাফল নির্ভর করে থাকে ধর্মীয় মতে সঠিক একাদশী পালন। আসুন জেনে নেই, পঞ্জিকা মতে সঠিক একাদশী পালনের শুরু ও একাদশীর শেষের সময় তালিকা:
বাংলা বৈশাখ মাসের একাদশীর, উপবাসের তারিখ, দিন এবং আরম্ভ ও শেষের সময়ঃ
১০ই বৈশাখ, বৃহস্পতিবার
২৪শে বৈশাখ, বৃহস্পতিবার
একাদশী আরম্ভের সময়ঃ
৯ই বৈশাখ দিবা ১১।৪৪ হইতে
২৩শে বৈশাখ দিবা ১২।৪৫ হইতে
একাদশী শেষের সময়ঃ
১০ই বৈশাখ দিবা ১০।৫ পর্যন্ত।
২৪শে বৈশাখ দিবা ১।৫৩ পর্যান্ত।
জ্যৈষ্ঠ মাসের একাদশীর, উপবাসের তারিখ, দিন এবং আরম্ভ ও শেষের সময়ঃ
৮ই জ্যৈষ্ঠ, শুক্রবার
২৩শে জ্যৈষ্ঠ, শনিবার (নির্জলা)
একাদশী আরম্ভঃ
৭ই জ্যৈষ্ঠ রাত্রি ৮।৩৫ হইতে
২১শে জ্যৈষ্ঠ রাত্রি ৩।২৩ হইতে
একাদশীর শেষ সময়ঃ
৮ই জ্যৈষ্ঠ সন্ধ্যা ৬।২৪ পর্য্যন্ত।
২৩শে জ্যৈষ্ঠ প্রাতঃ ৫।১২ পর্য্যন্ত।
![]() |
পুরোহিত একাদশী মায়ের পুজো করতেছে |
বাংলা আষাঢ় মাসের একাদশী তারিখ ও সময়
৬ই আষাঢ়, শনিবার
২১শে আষাঢ়, রবিবার (শয়ন)
একাদশী আরম্ভঃ
৫ই আষাঢ় শেষরাত্রি ৪।১ হইতে
২০শে আষাঢ় সন্ধ্যা ৬:৪৪ হইতে
একাদশীর শেষ সময়ঃ
ওই আষাঢ় রাত্রি ১।৩৪ পর্য্যন্ত।
২১শে আষাঢ় রাত্রি ৮।৪৪ পর্যান্ত।
বাংলা শ্রাবণ মাসের একাদশীর দিন ও তারিখ
৪ঠা শ্রাবণ, সোমবার
১৯শে শ্রাবণ, মঙ্গলবার
একাদশী আরম্ভঃ
৩রা শ্রাবণ দিবা ১০।৫৩ হইতে
১৮ই শ্রাবণ দিবা ১০।৮ হইতে
একাদশীর শেষ সময়ঃ
৪ঠা শ্রাবণ দিবা ৮।২৮ পর্য্যন্ত।
১৯শে শ্রাবণ দিবা ১১।৪৪ পর্যন্ত।
বাংলা ভাদ্র মাসের একাদশীর দিন ও তারিখ
২রা ভাদ্র, মঙ্গলবার
১৭ই ভাদ্র, বুধবার (পার্শ্ব)
৩১শে ভাদ্র, বুধবার
একাদশী আরম্ভঃ
১লা ভাদ্র সন্ধ্যা ৬।৬ হইতে
১৬ই ভাদ্র রাত্রি ১২।৫৮ হইতে
৩০শে ভাদ্র রাত্রি ২।৪৮ হইতে
একাদশীর শেষ সময়ঃ
২রা ভাদ্র অপঃ ৪।৬ পর্যন্ত।
১৭ই ভাদ্র রাত্রি ১৪৪৭ পর্যন্ত।
৩১শে ভাদ্র রাত্রি ১:৫২ পর্য্যন্ত।
বাংলা আশ্বিন মাসের একাদশীর দিনও তারিখঃ
১৬ই আশ্বিন, শুক্রবার
৩০শে আশ্বিন, শুক্রবার
একাদশী আরম্ভঃ
১৫ই আশ্বিন দিবা ২।৫৬ হইতে
২৯শে আশ্বিন দিবা ১।৪৭ হইতে
একাদশীর শেষ সময়ঃ
১৬ই আশ্বিন দিবা ২।৪৪ পর্যন্ত।
৩০শে আশ্বিন দিবা ১।১৯ পর্যন্ত।
বাংলা কার্তিক মাসের একাদশীর দিন ও তারিখঃ
১৪ই কার্তিক, শনিবার (উত্থান)
২৮শে কার্তিক, শনিবার
একাদশী আরম্ভঃ
১৩ই কার্ত্তিক রাত্রি ৩।৫৫ হইতে
২৭শে কার্ত্তিক রাত্রি ৩।৪৫ হইতে
একাদশীর শেষ সময়ঃ
১৪ই কার্ত্তিক রাত্রি ২।৪৮ পর্য্যন্ত।
২৮শে কার্ত্তিক শেষরাত্রি ৪।২২ পর্যন্ত।
বাংলা অগ্রহায়ণ মাসের একাদশীর দিন ও তারিখঃ
১৪ই অগ্রহায়ণ, সোমবার
২৮শে অগ্রহায়ণ, সোমবার
একাদশী আরম্ভঃ
১৩ই অগ্রহায়ণ অপঃ ৪।৫ হইতে
২৭শে অগ্রহায়ণ রাত্রি ৮।৫৩ হইতে
একাদশীর শেষ সময়ঃ
১৪ই অগ্রহায়ণ দিবা ২।১৬ পর্য্যন্ত।
২৮শে অগ্রহায়ণ রাত্রি ১০।২৯ পর্য্যন্ত।
বাংলা পৌষ একাদশীর দিন ও তারিখঃ
১৪ই পৌষ, মঙ্গলবার
২৯শে পৌষ, বুধবার
একাদশী আরম্ভঃ
১৩ই পৌষ রাত্রি ৩।৩৫ হইতে
২৮শে পৌষ অপঃ ৪।১৫ হইতে
একাদশীর শেষ সময়ঃ
১৪ই পৌষ রাত্রি ১।২০ পর্যন্ত।
২৯শে পৌষ রাত্রি ৬।২৪ পর্যন্ত।
বাংলা মাঘ একাদশীর দিন ও তারিখঃ
একাদশী আরম্ভঃ
১৫ই মাঘ, বৃহস্পতিবার (ভৈমী)
১৪ই মাঘ দিবা ২।২১ হইতে
৩০শে মাঘ, শুক্রবার
২৯শে মাঘ দিবা ১২।০ হইতে
বাংলা ফাল্গুন একাদশীর দিন ও তারিখঃ
একাদশী আরম্ভঃ
১৪ই ফাল্গুন, সোমবার
৩০শে ফাল্গুন, রবিবার
একাদশীর শেষ সময়ঃ
১৫ই মাঘ দিবা ১২।০ পর্য্যন্ত।
৩০শে মাঘ দিবা ১।৫৭ পর্যন্ত।
বাংলা চৈত্র একাদশীর দিন ও তারিখঃ
একাদশী আরম্ভঃ
১৪ই চৈত্র, রবিবার
২৯শে চৈত্র, সোমবার
বাংলা ফাল্গুন একাদশীর দিন ও তারিখঃ
একাদশী আরম্ভঃ
১৩ই ফাল্গুন রাত্রি ১২।৩০ হইতে
২৯শে ফাল্গুন প্রাতঃ ৬/৮ হইতে
একাদশীর শেষ সময়ঃ
১৪ই ফাল্গুন রাত্রি ১০।২৩ পর্যন্ত।
৩০শে ফাল্গুন দিবা ৭।১৮ পর্যন্ত।
বাংলা চৈত্র একাদশীর দিন ও তারিখঃ
একাদশী আরম্ভঃ
১৩ই চৈত্র দিবা ১০।২৭ হইতে
২৮শে চৈত্র রাত্রি ৯।৩২ হইতে
একাদশীর শেষ সময়ঃ
১৪ই চৈত্র দিবা ৮।৫১ পর্যন্ত।
২৯শে চৈত্র রাত্রি ৯।৩৯ পর্যন্ত।