Posts

Showing posts from May, 2025

মালা জপ করার সঠিক পদ্ধতি, মন্ত্র ও নিয়মাবলী

Image
 সনাতন ধর্মে মালা জপের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য স্বীকৃত। সকল ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, ব্রত পালন বা উৎসব উপলক্ষে মন্ত্রজপকে অত্যন্ত ফলপ্রদ ও শুভকর বলে বিবেচনা করা হয়। প্রতিটি পূজা-পদ্ধতিতে নির্দিষ্ট ধরনের জপমালার ব্যবহার প্রথাগতভাবে নির্ধারিত রয়েছে। জপমালা কেবল গণনার সহায়ক নয়, এটি আধ্যাত্মিক শক্তির ধারক ও মন্ত্রশক্তির সঞ্চালক। শাস্ত্রমতে সঠিকভাবে মালা জপ করলে মন্ত্রের পূর্ণ সিদ্ধি লাভ সম্ভব। বিভিন্ন দেবতার জন্য নির্দিষ্ট মালার ব্যবহার শাস্ত্রসম্মত, যেমন - বিষ্ণুর জন্য তুলসী, শিবের জন্য রুদ্রাক্ষ, লক্ষ্মীর জন্য পদ্মবীজ মালা প্রভৃতি। মালা জপ করার সঠিক নিয়ম মালার ব্যবহার মন্ত্রজপে মনঃসংযোগ বৃদ্ধি করে, জপমালা ১০৮ বা ২৭টি দানা বিশিষ্ট হওয়া আবশ্যক (১০৮-এর সংক্ষিপ্ত রূপ ২৭), জপ সমাপ্তির পর মালা প্রণামপূর্বক পবিত্র স্থানে বা মন্দিরে রক্ষণ করা কর্তব্য নিশ্ছলভাবে মালা জপ শুরু করার আগে সঠিক নিয়ম জানা জরুরি। প্রথমে মুক্ত হাতে সামান্য জল নিয়ে "ওঁ বিষ্ণবে নমঃ" মন্ত্র পাঠ করে তা পান করুন। এভাবে মোট তিনবার জল গ্রহণ করতে হবে। তারপর করজোড়ে প্রার্থনা করে জপ শুরু করবেন। মালা জপের মন্ত্র সম...

দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় এবং দুর্গোৎসবের দ্রব্য

Image
দুর্গাপূজায় কোন কাজগুলো করলে পাপ হবে আর কি করলে পুর্ণ হবে জেনে রাখুন। এ বছরের নতুন পুঁজোয় সনাতনীর সঠিক পন্থায় ধর্মীয় পুস্তক ও জ্ঞান অনুসারে মা দুর্গার আশির্বাদ নিয়ে আসুন আমরা আজ কিছু করে দেখাই। দেবীর পুজোর স্থান এখন বিনোদন আর বিধর্মীদের বিতর্কের স্থান হয়ে গেছে। তাই এখুনি সময় দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় নিয়ে ভাববার। ★NB★দয়াকরে নিচের পোষ্টটি পড়বেন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিবেন। যাতে সনাতনীরা আবার মাথা উঁচু করে সবসময় সেরাই থাকতে পারে। দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয় এবং দুর্গোৎসবের দ্রব্য দুর্গাপূজায় করণীয় ও বর্জনীয় কিছু বিষয়  ১# মা দুর্গার প্রতিমা নির্মাণে শালীনতা ও শ্রদ্ধার প্রতি গুরুত্ব দিন:  দুর্গা পূজা হলো শক্তি আর মাতৃরূপের আরাধনার মহোৎসব। তাই প্রতিমা নির্মাণের সময় পূজা কমিটির সঙ্গে আলোচনা করে নিশ্চিত করুন যে মায়ের মূর্তি পূর্ণাঙ্গ শালীনতা ও ভাবগাম্ভীর্য বহন করে। প্রতিমার সাজ-সজ্জা ও পোশাক যেন মাতৃদেবীর মাহাত্ম্যকে সমুন্নত রাখে—অর্ধনগ্নতা বা বলিউডি নায়িকা/মডেলদের মতো অশ্লীল বা অসংযত পোশাক এড়িয়ে চলাই উত্তম। প্রতিমার অবয়ব নির্মাণেও...

অপরাজিতা স্তোত্রম (Aparajita stotram in bengali)

Image
অপরাজিতা স্তোত্রম অপরাজিতা স্তোত্রম হলো এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী স্তোত্র যা দেবী দুর্গার অপরাজিতা রূপে স্তব করে পাঠ করা হয়। এটি বিশেষত বিজয়া দশমী বা যুদ্ধে জয়লাভের জন্য, বিপদ থেকে রক্ষা পেতে, ও আত্মরক্ষা শক্তি বৃদ্ধির জন্য পাঠ করা হয়।  অপরাজিতা পূজা পদ্ধতি ওম  লওপরাজিতায়ৈ নমঃ। অস্য অপরাজিতামন্ত্রস্য বেদব্যাস ঋষির নুষ্ট পছন্দঃ শ্রীঅপরাজিতা দেবতা ঐং বীজং হ্রীং শক্তিস্ম সর্ব্বকামার্থসিদ্ধর্থং জপে বিনিয়োগঃ। অপরাজিতা স্তোত্রম  ধ্যান -ও নীলোৎপলদলশ্যামাং ভুজগোভরণোজ্বলাম। বালেন্দুমৌলিনীং দেবীং নয়নাত্রিতয়ান্বিতাম্। শঙ্খচক্রধরাং দেবীং। বরদাং ভয়নাশিনীম্। পীনোবুঙ্গস্তনী শ্যামাং বরপদ্মসুমালিনীম্। (ইতি ধ্যাত্বা পঠেৎ)- ও মার্কেণ্ডেয় উবাচ-শৃণুধ্বং মুনয়ঃ সর্ব্বে সবর্বকামার্থসিদ্ধিদাম্। অসাধ্যসাধিনীং দেবীং বৈষ্ণবীমপরাজিতাম্।ওঁ নমো ভগবতে বাসুদেবায়, নমোহনস্তায় সহস্রশীর্ষায় ক্ষীরোদার্ণবশায়িনে শেষভোগপৰ্য্যঙ্কায় গরুড়বাহনায় অজায় অজিতায় অমিতায় অপরাজিতায় পীতবাসসে, বাসুদেব-সঙ্কর্যণ-প্রদ্যুম্নানিরুদ্ধ হয়গ্রীব-মহাবরাহা-চ্যুত নৃসিংহ-বামন-ত্রিবিক্রম-রাম-রাম-শ্রীরাম- মৎস্য-কুৰ্ম্ম-বর প্রদে নমো...

চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দৃশ্যাদৃশ্য তালিকা (বাংলাদেশ ও ভারত প্রমাণ সময়ানুযায়ী)

Image
গ্রহণের দৃশ্যাদৃশ্য তালিকা (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী) বর্তমান বৎসরে সর্ব্বসমেত চারটি গ্রহণ হইবে। তন্মধ্যে দুইটি চন্দ্রগ্রহণ ও দুইটি সূর্যগ্রহণ। ১। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (ভারতবর্ষে দৃশ্য)। ২১শে ভাদ্র, ডাঃ ১৬ই ভাদ্র, ইং ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রীঃ, রবিবার। পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ গ্রহন স্পর্ণ (আরম্ভ)-রাত্রি ঘ ৯।৫৭ মিঃ। পূর্ণগ্রাস আরম্ভ (নিমীলন)-রাত্রি ঘ ১১।০০ মিঃ। গ্রহণ মধ্য-রাত্রি ঘ ১১।৪১ মিঃ। পূর্ণগ্রাস সমাপ্তি (উন্মীলন)-রাত্রি ঘ ১২।২৩ মিঃ। পূর্ণগ্রাস স্থিতি-১ ঘঃ ২৩ মিঃ। গ্রহণ মোক্ষ (সমাপ্তি)-রাত্রি ঘ ১।২৭ মিঃ। গ্রহণ স্থিতি-৩ ঘঃ ৩০ মিঃ। গ্লাসমান-১.৩৬৮। উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ) -রাত্রি ঘ ৮।৫৭ মিঃ। উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ)-রাত্রি ঘ ২।২৭ মিঃ। কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য। গ্রহণ দর্শনে শুভাশুভ-এই গ্রহণ মেষ কন্যা তুলা ধনু ও মকররাশির দর্শনে শুভ। উক্ত রাশি হইলেও জন্মতারা জন্য রাত্রি ঘ ৯।৫৭ গতে ১১।০ মধ্যে স্বাতীনক্ষযুক্ত তুলারাশির ও রাত্রি ঘ ১১১০ গতে জন্মতারা জন্য বিশাখানক্ষত্রযুক্ত তুলারাশির দর্শন নিষিদ্ধ। এতদ্ভিন্ন ...